STACK CONSULTANCY - 100% FREE
Your Confusion Stack Solution
Submit Problem
Let Us Know What is Your Problem
Review & Research
Let Us Research Your Problem
One to One Consultancy
Let Us Directly Contact You with Solution
Submit Your Problem
Describe Your Problem Clearly
FAQ
-
Stack Consultancy কি?
Stack Consultancy মূলত একটা অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি টেকনলজি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপরে সরাসরি আমাদের কনসাল্টেন্টের সাথে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। আপাতত আমরা টেস্টিং পার্পাসে এবং অডিয়েন্সের চাহিদা অনুধাবন করার জন্য গুগল ফর্ম ব্যবহার করেই সমস্যাটার সমাধান করছি। যদি আমরা আপনাদের থেকে আশানরূপ সাড়া পাই তাহলে আমাদের নিজস্ব অ্যাপলিকেশন তৈরি করারও ইচ্ছে আছে।
-
Stack Consultancy কি সম্পূর্ণ ফ্রি?
হ্যাঁ এবং না। Stack Consultancy বিগিনারদের জন্য কয়েকটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ১০০% ফ্রি এবং সব সময়ের জন্যই ফ্রি থাকবে। কিন্তু কিছু কিছু টেকনিক্যাল প্রব্লেম, প্রজেক্ট বিষয়ক প্রব্লেম, বিজনেস অটোমেশন, মার্কেটিং কনসেপ্টের মত বিষয়ে আমরা ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করি না। এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কনসালটেন্সি ফি জেনে নিতে পারবেন। কনসালটেন্সি ফি নির্ভর করবে আপনার সমস্যা এবং সমস্যার ক্যাটাগরি এর ওপরে। তবে আমরা এত টুকু আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারি আমরা কখনোই আপনাকে পথভ্রষ্ট করবো না।
-
ফর্ম সাবমিটের কত সময় পরে সমাধান দেওয়া হবে?
আমরা সাধারণত ৪৮ ঘণ্টা সময়ের ভিতরেই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। কিন্তু সব সমস্যার সমাধান আগে থেকেই নির্ধারণ করা সম্ভব নয়। আবার আমাদের Appointment Queue অনেক লম্বা হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সম্ভাব্য সময় আপনাকে জানিয়ে দেব। অবশ্যই আপনার সমস্যাটা নিয়ে বিস্তারিত রিসার্স করার মতো সময় আমরা দাবী করতেই পারি।
-
আমি কি একাধিক ফর্ম সাবমিট করতে পারি?
পারেন। তবে একটা ফর্ম কিউতে থাকলে নতুন করে কোনো ফর্ম সাবমিট করবেন না। একটি সমস্যার সমাধান পাওয়ার পরে আবার নতুন করে ফর্ম সাবমিট করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
-
ফর্ম সাবমিট করার নির্দিষ্ট কোনো সময় আছে কি?
না। আপনি যখন খুশি তখনই ফর্ম সাবমিট করতে পারবেন। ফর্ম সাবমিট করার পরে সেটা আমাদের কিউতে চলে যাবে এবং আপনার সিরিয়াল অনুযায়ী আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো।
-
বুটক্যাম্প কনসালটেন্সি কি?
বুটক্যাম্প হচ্ছে Stack School এর প্রফেশনাল ট্রেইনিং প্রোগ্রাম। যেগুলো দীর্ঘ মেয়াদী এবং বৃহৎ কারিকুলামের একটি প্রোগ্রাম। যার জন্য অনেকেরই অনেক দ্বিধা কাজ করে যে জয়েন করবেন কি না? অথবা জয়েন করলেও কোন বুটক্যাম্পটা তার জন্য ভালো হবে সেটা বুঝতে পারেন না। যদি বুটক্যাম্প বিষয়ক কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে জানাতে পারেন। আমরা আপনাদের কে শতভাগ ফ্রিতে কনসালটেন্সি প্রোভাইড করবো।
-
কিভাবে আমাদের সাথে যোগাযোগ করা হবে?
আপনি যখন ফর্ম সাবমিট করবেন তখন সেখানে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস প্রোভাইড করতে হবে। আপনার ফ্রি সময় এবং প্রিফার্ড কন্ট্যাক্ট মেথডও সিলেক্ট করে দিতে হবে। আমরা আপনাদের জন্য যেটা সহজ সেই মাধ্যমটাই ব্যবহার করবো।
-
কোন ধরনের প্রব্লেম সাবমিট করলে সেটা রিজেক্টেড হবে?
এটা একটা কনসালটেন্সি প্লাটফর্ম। কিন্তু অনেকেই এখানে কোডিং করতে গিয়ে কোনো প্রব্লেম ফেস করলে সেটা সাবমিট করতে পারে। কোডিং রিলেটেড কোনো প্রব্লেম এর সল্যুশন এখানে দেওয়া হবে না। আপনি টেকনিক্যাল বিষয়ে কন্সাল্ট করতে পারেন, কিন্তু সেটা আমাদের পেইড প্রোগ্রাম। কিন্তু বিগিনার কোডিং রিলেটেড কোনো কোড সাবমিট করলে আপনাকে ব্যান করা হতে পারে, ভবিষ্যতে আপনি কোনো ধরনের সাপোর্টই পাবেন না। আপনি গাইডলাইন, টেকনিক্যাল প্যাথ বা ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন যা সহজে গুগলে সার্চ করে পাওয়া যায় না অথবা যেই সমস্যা গুলো ব্যক্তি ভেদে ভিন্ন হয় সেই সমস্যা গুলো নির্দিধায় সাবমিট করতে পারেন।
-
বড় প্রোজেক্টের জন্য রেগুলার কনসালটেন্সি নেওয়া যাবে কি না?
অবশ্যই নেওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রোজেক্টের মেইন আইডিয়া সহ ফর্ম সাবমিট করতে হবে। এরপরে আমাদের সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানবে। সেই হিসেবে একটা ফি এবং সময় নির্ধারণ করা হবে। এই ধরনের কনসালটেন্সি অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা হবে।